Welcome to Online Arabic Language Institute
About Us
কোভিড-১৯ এর ছড়াছড়িতে সবাই যখন ঘরে আবদ্ধ ঠিক তখনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে পড়ুয়া একজন শিক্ষার্থীর ফ্রিতে আরবী ভাষা শেখানোর ইচ্ছা থেকে শুরু হয় এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা।
শুরু এতোটা সহজ না হলেও ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার অশেষ কৃপায় কিছু ভাই-বোনের সাহায্যে গড়ে উঠে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এই প্রতিষ্ঠানটি।
বর্তমানে ৩ জন প্রধান শিক্ষক, ১১ জন কোর্স সহকারী, ২০ জন ভলান্টিয়ার, টেকনিক্যাল কন্সাল্ট্যান্ট, গ্রুপ মডারেটর সহ ১০ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে এই প্রতিষ্ঠান।
Upcoming Events
-
18. December to 30. December
ডিপ্লোমা ইন এ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ৩য় ব্যাচের রেজিষ্ট্রেশন
4:00 PM to 10:00 PM
Apply for the Next Batch
ফ্রী কোর্স হওয়ায় এবং নাম মাত্র রেজিষ্ট্রেশন ফি ছাড়াও কোর্সের মান উন্নত হওয়ার ফলে প্রতি ব্যাচেই ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীরা বেশ উৎসুক থাকেন।
আমাদের পরবর্তী কোর্সের/ ব্যাচের জন্য সবার আগে তথ্য পেতে নিচের বাটনে ক্লিক করে আপনার ইমেইল দিয়ে রাখুন।
Featured Courses
Our Courses
Our Facilities

প্রতি কোর্স শেষে কমপক্ষে ৫০% মার্ক্স প্রাপ্তদের আবেদনের ভিত্তিতে সার্টিফিকেট প্রদান করা হয়।

বর্তমান কোর্সের শিক্ষার্থীরা ডিস্কাশন গ্রুপের মাধ্যমে পূর্ববর্তী কোর্সের শিক্ষার্থীদের থেকে সকল প্রকার সাহায্য পেয়ে থাকেন।

নিজস্ব গবেষণালব্ধ শীট শিক্ষার্থীদের প্রদান করা হয়। নির্দিষ্ট কোনো বই কিনতে হয় না। ক্লাস শেষে নিয়মিত ক্লাসের রেকর্ড প্রদান করা হয়।
Meet our Teachers
Teachers
অনলাইন এ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইন্সটিটিউটে রয়েছে যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক। যারা নিপুণতার সাথে প্রতিষ্ঠানের সূচনালগ্ন থেকে তাদের দায়িত্ব পালন করে আসছেন।
অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান হওয়ায় তাদের প্রাতিষ্ঠানিক জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞানও অর্জন করতে হয়েছে। গুগল মিট, জুম, গুগল ক্লাসরুম, আমাদের ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে তারা কোর্স পরিচালনা করে থাকেন।
কোনো কোর্স ফি/ মাসিক ফি না থাকা সত্ত্বেও প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। যার প্রতিদান নিতে চান কেবল মহান আল্লাহ তা’আলার নিকট থেকে।
What Students Say
Feedback

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু' শুরু করছি পরম করুনাময় আল্লাহ সুবহা'নু তা'আলার নামে। সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে তিনি আজকের দিন দেখার সৌভাগ্য এই অধমকে দান করেছেন। "ONLINE ARABIC LANGUAGE INSTITUTE " এই বাক্যটি উচ্চারণ করার সাথে সাথে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। মনের ভিতর এক অন্যরকম প্রশান্তি দোল খায়! সূচনা পর্বঃ সাল ২০২১। হঠাৎ একদিন ফেসবুক স্ক্রল করতে সামনে আসলো "ফ্রি আরবী শিক্ষা "। কিছুটা অবাক হয়েছিলাম, আরবী শিক্ষা তাও আবার ফ্রি'তে। কারন অন্যান্য যায়গায় কোর্স ফি ৩–৪ হাজার এবং এর থেকেও বেশি। আমি যেহেতু জেনারেল লাইনের শিক্ষার্থী, আরবী শিক্ষায় অনেক ঘাটতি ছিলো Even এখনো আছে। সুতরাং এই কোর্সটি ছিলো আমার জন্য আলাদীনের প্রদীপের মতো। কোর্সটি যেহেতু ফ্রিতে ছিলো তাই আমিও দেরী না করে সাথে সাথেই রেজিষ্ট্রেশন করে ফেলি। তখন থেকে এই প্রতিষ্ঠানের সাথে আমার পথযাত্রা শুরু। এবার আসি মূল পর্বে, "প্রায় ১.৫ বছর" দীর্ঘ একটি সময়। এতো দীর্ঘ সময় ধরে কোর্সের শেষ পর্যন্ত টিকে থাকা আমার মতো জেনারেল শিক্ষার্থীদের জন্য একটি চ্যালেঞ্জিং বিষয়। প্রথমে আল্লাহ এবং দ্বিতীয় উস্তাযের সুযোগ সুবিধা ও কোর্স এর সংশ্লিষ্ট বোনদের সাহায্য সহযোগিতা না থাকলে শেষ পর্যন্ত টিকে থাকতে পারতাম না। তাদের প্রত্যেকেই জানায় অন্তরের অন্তর স্থল থেকে দোয়া ও মোবারকবাদ। উস্তায এতো মেহনত দিয়ে পড়িয়েছে যে ভাবলেই মন থেকে উস্তাযের প্রতি দোয়া চলে আসে। ফ্রি কোর্সে যে এভাবে কেও মেহনত নিয়ে পড়ায় জানা ছিলো না। এই প্রতিষ্ঠানে যুক্ত হবার পর কখনো মনে হয় নাই আমি ফ্রিতে পড়ছি। অনেক ইচ্ছা ছিলো আরবী লেখার, আলহামদুলিল্লাহ OALI এর মাধ্যমে সেই ইচ্ছাটা পুরন হয়েছে। (OALI) এই প্রতিষ্ঠানের কথা যতই বলা হবে ততই কম মনে হবে। তাই আর কিছু বলতে চাচ্ছি না। OALI এর প্রতিষ্ঠাতা ও পরিচালক উস্তায নুর মুহাম্মদ এবং প্রতিষ্ঠানের সকল সহকারী, সহযোগিদের কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো আমার জানা নেই। আল্লাহ প্রত্যেকের দ্বীনের খেদমত কবুল করুক। প্রত্যেকেই সুস্থ এবং সুন্দর রাখুক। এই সার্টিফিকেট হাতে পাওয়ার পর এমন একটা অনুভূতি কাজ করেছে, যা নিজের একাডেমিক সার্টিফিকেট হাতে পাওয়ার পর এরকম অনুভুতি হয় নাই। আলহামদুলিল্লাহ শিখা এখনো অনেক অনেক বাকি। জীবনের শেষ দিন পর্যন্ত শিখতে চাই। আল্লাহর প্রসংসা এবং রাসুলুল্লাহ সাঃ এর প্রতি দুরুদ দিয়ে আমি আমার লিখা শেষ করছি। এই অধমের লেখাটা দীর্ঘ সময় নিয়ে পড়ার জন্য জাযাকুমুল্লাহু খাইর।
Tanjira Arin
Diploma In Arabic Language

"আমি ছোট বেলায় কুরআন পড়া শিখেছিলাম, শুধুমাত্র রিডিং পড়তে পারতাম। পরিপূর্ণ সহীহ-শুদ্ধভাবে পড়া শেখা হয় নাই। একটা সময় কুরআন পড়ায় বিরতি পরে যায় এবং সব কিছু ভুলেও যাই। বেশ কিছুদিন ধরেই পুনরায় সহীহ-শুদ্ধভাবে কুরআন শিখতে চাচ্ছিলাম কিন্তু কোথায় কিভাবে শিখবো বুঝতে পারতেছিলাম না। অবশেষে আল্লাহ'র রহমতে এক বড় ভাইয়ের মাধ্যমে এই কোর্স এর সন্ধান পাই এবং সাথে সাথে রেজিস্ট্রেশন করে ফেলি। যেহেতু আমি জব করি, তাই যেকোনো কিছু শেখার জন্য আমি অনলাইন কোর্সই সব সময় প্রেফার করি। তাই অনলাইনে আরবি/কুরআন শেখার এই কোর্সটি আমার জন্য একদম পারফেক্ট ছিল। যেহেতু আমি মন থেকেই চাচ্ছিলাম কুরআন শিখতে, তাই হয়তো আল্লাহই শেখার ব্যবস্থাটা করে দিয়েছেন। এই কোর্স কুরআন শেখার ক্ষেত্রে আমার প্রত্যাশা পরিপূর্ণভাবে পূরণ করেছে। কোর্স কারিকুলাম, ক্লাস নোট এবং সর্বোপরি কোর্স ইন্সট্রাক্টর এর অত্যন্ত আন্তরিকতার সাথে পড়ানো সবকিছুই ছিল আধুনিক ও সময়োপযোগী। কোর্স ইন্সট্রাক্টর প্রতিটা ছোট ছোট বিষয়ও সুন্দর ও সাবলীলভাবে ক্লাসে বুঝিয়ে দিয়েছেন। কোন বিষয় নিয়ে ক্লাসের বাইরেও তাঁকে গ্রূপে কিংবা ব্যক্তিগত মোবাইল নাম্বারে নক দিলে অত্যন্ত আন্তরিকতার সাথে সমাধান করে দিয়েছেন। সর্বোপরি তাঁকে আমার কাছে যথেষ্ট সাউন্ড, দক্ষ ও আন্তরিক মনে হয়েছে। আমি তাঁর সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি। যারা সহীহ-শুদ্ধভাবে পবিত্র কুরআন পড়া শিখতে চান তাদেরকে আমি অনলাইন এরাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে শেখার জন্য উৎসাহিত করছি। প্রতিটা মহৎ কাজের পিছনেই থাকে কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম। পরিশেষে, এই কোর্স এর সাথে যারা যারা জড়িত তাঁদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।"
Hasan Hasibur Rahman Rishat
Tajweedul Quran

আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমার রব্ব আমাকে এমন সুন্দর একটি তাজবিদ কোর্স করার তৌফিক দিয়েছেন। আমি অনেক অনেক খুশি আমি একজন ইন্ডিয়ান হয়েও এখানের তাজবিদ কোর্সের একজন ছাত্রী হতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে আজকে কোর্স পুরোপুরি শেষ হওয়াতে অন্তর অনেক ব্যথিত এবং চোখ অশ্রুসিক্ত। জেনারেলে পড়াশোনা করে আল কুরআন শুদ্ধ করে পড়তে পারে এমন মানুষ খুবই স্বল্প সংখ্যক, বেশিরভাগ মানুষ অশুদ্ধ তিলাওআত এর অধিকারী আর আমিও তার ব্যতিক্রম ছিলাম না। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া ,আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন তাজবিদ শেখার নাহলে হয়তো ভুল নিয়েই কবরে চলে যেতাম আল্লাহুম্মাগফিরলি । ''Online Arabic Language Institute '' কর্তৃক আয়োজিত 'Mansurul Hakim' স্যার এর 'তাজউইদ & কুরআন' কোর্স টি এতো সুন্দর আর এতো ভালো লেগেছে যে সেটা এই লেখনীতে ব্যক্ত করা আমার পক্ষে সম্ভবপর নয়। এই সমগ্র কোর্স টি জুড়ে এমন একটি ক্লাস নেই যেদিন আমি ক্লাস মিস দিয়েছি। কোর্স শেষ করার ইচ্ছে কিছুতেই মনে উঁকি দিতো না, মাঝে মাঝে একা একা চিন্তা করি অনলাইনে ফ্রিতেও এতো সুন্দর করে তাজবিদ শেখানো হয় কীভাবে? এখানে পাঠ দানের পদ্ধতি ছিল অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। এতো গুলো ক্লাসের সিডিউল তৈরি করা,নিয়মিত ক্লাস টেস্ট ও সাপ্তাহিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা সব মিলিয়ে স্যারের অবদান অনস্বীকার্য। আমরা বার বার প্রশ্ন করলেও উত্তম ভাবেই স্যার তার উত্তর দিয়ে বুঝিয়ে দিতেন কখনোই এতটুকু বিরক্তবোধ করতেন না। ক্লাসে বার বার হরফ উচ্চারন করে মাখরাজ গুলো শুদ্ধ ভাবে শিখিয়েছেন, মনেই হতো না যে এটা অনলাইনে শিখছি। স্যার এর মাধ্যমে দ্বীনের ব্যাপারেও অনেক অনুপ্রেরণা পেয়েছি এবং অনেক কিছু শিখতেও পেরেছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিটা ক্লাস শেষে যে প্রশ্ন উত্তর পর্ব ছিল সেখানে তো রীতিমতো প্রতিযোগিতা চলত বললে ভুল হবেনা, কে আগে উত্তর দিবে। এখানে একটু বলে রাখি যে,আমি অনলাইনে কলেজের টিউশন ক্লাস করি এত্ত এত্ত টাকা দিয়ে, তবু তো তার কোনো ক্লাস রেকর্ড থাকেনা, একদিন মিস করলে ফ্রেন্ড দের থেকে নোট চাইতে হয়। আর এখানে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করেও সেই ক্লাস গুলোর রেকর্ড ভিডিও থাকে + pdf নোট ও থাকে। রাব্বে কারীম! আমাদের সবাইকে কবুল করুন। আমাদের স্যার কে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। সফলভাবে অনলাইনের একটি কোর্স সম্পন্ন করার মধ্যে একধরনের আনন্দ আছে, যেমনটা একটা সুন্দর বই পুরোটা পড়ে শেষ করলে পাওয়া যায়! দুআ করি এই প্রতিষ্ঠান টি আল্লাহর রহমতে এবং বরকতে আরো অনেক দূরে এগিয়ে যাক ।
Nurnahar Khatun
Tajweedul Quran

আসসালামু আলাইকুম! আমি সাধারণ শিক্ষায় শিক্ষিতদের একজন। শিক্ষা জীবনের শুরুতে আরবী দেখে পড়া ও সেক্ষেত্রে সহীহ্ করে পড়ার গুরুত্ব উপলব্ধি করেছি বলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়াকালীন সহীহ্ ভাবে কুরআন তিলাওয়াত করতে অনেক সময় ব্যয় করেছি। আলহামদুলিল্লাহ্! সেক্ষেত্রে মোটামুটি ভালো করায় এটাই শুকরিয়ার বিষয় ছিলো। কিন্তু উচ্চ মাধ্যমিকে পড়ার সময় ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার কারণে কুরআন শরীফ অর্থ ও ব্যাখ্যাসহ পড়ার গুরুত্ব উপলব্ধি করি। এতে করে আরবী না জানার কারণে যে কুরআনের মৌলিক জ্ঞান অর্জন করতে ব্যর্থ হচ্ছি তা নিজেকে অনেক কষ্ট দিতো। ভাবতাম জীবনের এ অংশটি ব্যর্থই থেকে যাবে। তবে কুরআনের মৌলিক শিক্ষা জানতে বিভিন্ন তাফসীর ও অনুবাদ পড়তে থাকি। তবে বিভিন্ন লেখকের লেখা কয়েকটি বই সংগ্রহ করে কিছু সহজ বিষয় পড়া আরম্ভ করি। এতে তেমন কোন কাজ না হলেও কিছু বিষয়ে কুরআনের মর্ম জানা সহজ হওয়ায় কুরআন শরীফ বূঝে পড়ার আগ্ৰহ আরো বেড়ে যায়। চাকরি জীবনে এসে মনে হয়েছিল আমার আরবী শিখার সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বছরের প্রথম দিকে OALI এর একটি মেসেজ পেয়ে অত্যন্ত আগ্ৰহের সাথে কোর্সে ভর্তি হই। সেই থেকে শুরু হয়ে এ পর্যন্ত তিনটি লেভেল শেষ করতে পেরে শুকরিয়া মহান রবের। আলহামদুলিল্লাহ্!!! দোয়া করছি উস্তাদ নূর মোহাম্মদ-এর জন্য, যিনি শুধুমাত্র আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সুন্দর এ কোর্স চালু করেছেন এবং চালু রেখেছেন। মাতৃভাষা নয় এমন একটি ভাষা শিখা আসলেই কঠিন। কিন্তু এ কঠিন বিষয়টি উস্তাদ অনেকটা সহজ, সাবলীল ও আকর্ষণীয় কৌশলে উপস্থাপন করার কারণে আমাদের জন্য সহজ মনে হয়েছে। তবে এক্ষেত্রে আমাদের করণীয় গুলো যদি সঠিকভাবে সম্পাদন করতে পারি, তাহলে এ কোর্সটি আমাদের জন্য আরো ফলদায়ক হবে বলে আমার একান্ত বিশ্বাস! সবশেষে মহান আল্লাহ্ তায়ালার নিকট তাওফীক কামনা করছি যেন আমাদেরকে এ কোর্সটি সম্পন্ন করার! প্রাণভরে দোয়া করছি উস্তাদ নূর মোহাম্মদ সহ সংশ্লিষ্ট সকলের জন্য মহান মুনিব যেন তাদের সকল খিদমাহ্ কবুল করে নেন! আমীন! ইয়া রাব্বাল আলামীন!!!
মো. মাসুম শরীফ
Diploma In Arabic Language
Collection
Read Free Books
Latest Blog
From the Blog
Online Arabic Langua এর অফলাইন শাখা চট্টগ্রামের খুলশী তে
আল-জান্নাহ ইনস্টিটিউট উইন্ডারমেয়ার এপার্টমেন্টস, এজি ১০১,নর্থ খুলশী-২নং রোড়,চট্টগ্রাম।
আরবী ভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
আরবী বিশ্ব প্রচলিত প্রধান ভাষাগুলোর মধ্যে অন্যতম ভাষা। বিভিন্ন দেশে ছড়িয়ে
কুরআন হিফজ করার সহজ পদ্ধতি
১. ইখলাস অর্জন করা। অর্থাৎ হিফজের মাধ্যমে শুধু আল্লাহর সন্তুষ্টি কামনা
Today
S | S | M | T | W | T | F |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 |